Responsive Ad Slot

সর্বশেষ

latest

অনলাইনে ইনকামের কোন পথ আপনার জন্য সঠিক?[পর্ব-৩]- ওয়ার্ডপ্রেস

Saturday, 11 April 2020

/ by Admin

আসসালামু আলাইকুম।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেনআজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস।


আজকের এই ইন্টারনেট বিশ্বে ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম চিনে না একমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বর্তমানে আবার অনেক মানুষ এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসাবে নিয়ে প্রচুর পরিমানে টাকা ইনকাম করছে। এটা যে খুব কঠিন তাও না, আপনার মেধা, চিন্তাশক্তি আর কাজ করার মন মানুষিকটা থাকলে আপনিও ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইন থেকে আয়ের সবচেয়ে গ্রহনযোগ্যতা বেশি ওয়েব ডিজাইনের।ওয়েব ডিজাইনের জন্য সাধারনত HTML,CSS,PHP,CMS (Content Management System) জানতে হয়। আপনি এত কিছু না জেনেও শুধুমাত্র CMS (Content Management System) যেমন: ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে ওয়েব সাইট ডিজাইন করতে পারেন। আপনিও ওয়ার্ডপ্রেস শিখে নিয়ে কাজে লেগে যেতে পারেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করতে আপনাকে যে গুলো জানতেই হবে:

  • এইচটিএমএল , সিএসএস এর ব্যাসিক ধারনা। এজন্য ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার ব্যবহার করা ভাল
  • ডোমেইন কেনা / ডোমেইন ডিএনএস (নেম সার্ভার) নিয়ন্ত্রন
  • হোষ্টিং কেনা / হোষ্টিং এ ডোমেইন যুক্ত করা / হোষ্টিং ম্যানেজমেন্ট যেমন: নতুন সাব ডোমেইন /এফটিপি / ডাটাবেজ খোলা
  • সার্ভারে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল / আপগ্রেড / ব্যাকাপ রাখা
  • সার্ভারে ওয়ার্ডপ্রেস এর নতুন থিমস বা নতুন প্লাগিন ইনস্টল / কনফিগার করা
  • নতুন থিমস্ বা পুরাতন থিমস্ কাস্টোমাইজ করা যেমন: কালার , হেডার,ফুটার,পাতা টেমপ্লেট,সাইডবার,ফন্ট ষ্টাইল ইত্যাদি
  • ওয়ার্ডপ্রেস এর ছোট খাটো সমস্যা টিক করা যেমন: প্লাগিন কাজ না করা/ইমেজ বা ফাইল ড্যাসবোর্ড থেকে আপলোডে সমস্যা, সাইডবার ঠিকমত না আসা,পোষ্ট পদর্শনে সমস্যা ইত্যাদি
বায়াররা বেশির ভাগ এই কাজ গুলোই চেয়ে থাকে। তারপর ধীরে ধীরে এ্যাডভান্স লেভের কাজ শিখবেন।
আমার মনে হয় এইগুলা শিখতে খুব বেশি সময় লাগে না। এসব শেখার জন্য বাংলা ব্লগ তো আছেই , সবচেয়ে ভালো হয় ইংলিশ ব্লগ থেকে শিখতে পারলে।
তাহলে চলুন এবার দেখি আপনিও ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে টাকা ইনকাম বা আয় করতে পারেন।

১। নতুন ব্লগ তৈরি করে 

আপনি চাইলে নিজের ব্লগিং করার জন্য একটা ব্লগ ডেভেলপ করে টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি আপনার ক্লাইন্টদেরকে ওয়ার্ডপ্রেস এর ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। আপনার সরাসরি ক্লাইন্ট পেতে সমস্যা হলে আপনি ওডেস্ক, ইলেঞ্চ, ফ্রিলেঞ্চার সহ বিভিন্ন ওয়েবসাইটে চেস্টা করে দেখতে পারেন। তবে এই জন্য আপনাকে ফ্রিলাঞ্চিং করার প্রোফাইলটি অনেক সুন্দর করে সাজাতে হবে।  আশা করি এই উপায় ব্যবহার করে আপনি বড় অঙ্কের টাকা ইনকাম করত পারবেন।

২। ভালোমানের কনটেন্ট তৈরি করে 

আপনি চাইলে ভালো মানের কনটেন্ট তৈরি করে এবং সেল করে ভালো অঙ্কের টাকা আয় করতে পারবেন। আপনি এই ধরনের কনটেন্ট তৈরির অসংখ্য জব ফ্রিলাঞ্চিং সাইটে পাবেন। এছাড়া আপনি এই সকল কনটেন্টসমুহ আপনি আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করে অ্যাডসেন্স অথবা অন্য কোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম বা আয় করতে পারেন।


৩। থিম আর প্লাগইন ডেভেলপ করে

আপনি যদি কোডিং-এ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার কোডিং-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্লাগইন এবং থিম তৈরি এবং বিক্রয় করে টাকা আয় করতে পারেন। আপনার এই সকল ডেভেলপমেন্ট আপনি ওয়ার্ডপ্রেস, থিমফরেস্ট সহ বিভিন্ন ওয়েবসাইট বিক্রয় করতে পারেন। এছাড়া আপনি আপনার ক্লাইন্টের চাহিদামতো ডেভেলপমেন্ট করে দিয়েও টাকা ইনকাম করতে পারেন। আমি আগেই বলেছি এই কাজের জন্য উপরের কাজ শিখতে হবে, তাছাড়া ওয়ার্ডপ্রেস এর কাজগুলো আপনার কাছে কঠিন হবে।


৪। ক্লাইন্টের ওয়েবসাইটের সমস্যা সমাধান করে

ক্লাইন্টের ওয়েবসাইটের কোন সমস্যা হলে সেই সমস্যা ফিক্স করে বা সমাধান করেও টাকা আয় করতে পারেন। তবে এই ধরনের কাজ আপনি প্রচুর পরিমানে পেতে পারেন। এই জন্য আপনাকে ফ্রিলাঞ্চিং ওয়েবসাইট এ আপনাকে একটিভ থাকতে হবে।
আর সব শেষে একটা কথাই বলতে চাই, আপনি যেই কাজটাকেই প্রফেশন হিসাবে নিবেন সেই কাজের সন্মান করবেন আর সবসময় ওটার সাথেই লেগে থাকার চেস্টা করবেন। এতে আপনি নতুন অনেক কিছুই শিখতে পারবেন যা পরবর্তীতে অনেক উপকার করবে।


No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD