Forex হল Foreign
Exchange এর সংক্ষিপ্ত রুপ। বর্তমানে
ফরেক্স মাকেট হচ্ছে সবচেয়ে বৃহত্তম আর্ন্তজাতিক কারেন্সি ট্রেডিং মাকেট। বিশ্বের
সবচেয়ে বৃহত্তম ব্যাংকের মাধ্যমে মেজর ট্রেডিং ভলিউমে ট্রেড হয় এবং সেখানে প্রায় ৪
ট্রিলিয়ন ডলার প্রতিদিন ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে লেনদেন হয়। ফরেক্স নতুন হিসেবে
আপনি সঠিক জায়গায় এসেছেন যেখানে ফরেক্স ট্রেডিং-এর জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি
পাচ্ছে।
ফরেক্স ট্রেড এর সুবিধা কি?
অনন্য আর্থিক বাজার থেকে এই
বাজারের কিছু বহুমুখী সুবিধা আছে।
১। আগের দিনে
শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের
পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের
আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
২। ফরেক্স
ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে
যাওয়ার কোনো প্রয়োজন নেই।
৩৷ ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার, এই বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের মুদ্রার দাম। আর পরিবর্তিত হয় কারেন্সি।
৪৷ একক কারো প্রতিনিধিত্ব এই
বাজারে কোন রুপ প্রতিফলন তৈরি করতে পারে না।
৫৷ ফরেক্স মার্কেটে মন্দা বলে
কিছু নেই। দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে প্রফিট করা যায়। কারন স্টক মার্কেটে
আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
৬৷ এখানে মধ্য কোন স্বত্বাধিকারী
নেই তাই আপনি সরাসরি কেনা-বেচা করতে পারবেন৷
৫৷ এটি গ্লোবাল মার্কেট তাই আপনি
বিশ্বের যেকোন স্থান থেকে আপনার ট্রেড পরিচালনা করতে পারবেন।
৭৷ এটি একমাত্র বাজার যা সপ্তাহের
সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা থাকে চারটি ভিন্ন
ভিন্ন সেশন এ৷ ফলে যে কোন পেশার মানুষ তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে যে কোন সময়ে ট্রেড করতে পারে৷ এবং শনি ও রবিবার এই
মার্কেটের সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি পালন করা
হয়।
৮৷ এই মার্কেটে সর্ব নিম্ন কিংবা সর্বচ্চ কোন ইনভেস্টমেন্ট বাধ্যবাদকতা নেই৷ ফলে আপনি আপনার
সামর্থ্য মত যে কোন পরিমান ইনভেস্ট করে ট্রেড শুরু
করতে পারেন।
৯৷ মূল ট্রেড শুরু করার পূর্বে
আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটা ও
আপনি সেরে নিতে পারবেন ডেমো ট্রেড এর মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে।
১০৷ এই বাজারে আপনি আপনার সীমিত
টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা
পাবেন।
১১৷ এটি একটি স্পট ট্রেড বা
কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয় করে
তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না৷ অর্থাr আপনি মুহূর্তের মধ্যে আপনার ট্রেড সম্পূর্ণ করতে পারবেন।
১২৷ আপনার সকল লেনদেন আপনার
ব্যক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত হবে যেখানে অন্য
কারো এক্সেস এর কোন সুযোগ নেই৷ তাই আপনি ১০০% সিকিউর।
১৩৷ আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র
যে কোন আন্তর্জাতিক বৈধ মাধ্যম ব্যবহার করে আপনি নিজেই
করতে পারেন৷ কারো যদি আন্তর্জাতিক কোন মাধ্যম না থেকে সেই ক্ষেত্রে ব্রোকারদের পদত্ত ভিবিন্ন অপশনের মাধ্যমে ও সম্পূর্ণ করতে
পারবেন।
ফরেক্স
হচ্ছে একটি আন্তর্জাতিক কেন্দ্রিক মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি
দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশেরমুদ্রা ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে
পারবেন। ধরেন, আপনি ৮০ টাকায় ইউরো
কিনলেন যখন ইউরো এর দাম ৮৫ বা ৯০ হলো তখন sell
দিলেন। এভাবে ইনকাম করতে পারবেন। এখন বলবেন এত তাড়াতাড়ি কারেন্সির
দাম কিভাবে বাড়বে? প্রতি মিনিটে কারেন্সির দাম উঠানামা করে।
এটি ১০০% রিস্কি,আবার ১০০% লাভ।
আপনি যখন ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত হবেন, এর
অর্থ হল যে আপনি কারেন্সি পেয়ারে ট্রেডিং করছেন। এই কারেন্সি স্টক মাকেটের মত আপ
অথবা ডাউন হয়। আপনি কি বাই এবং সেল করছেন সে সম্পকে আপনি যদি অনিশ্চত থাকেন তবে
এটি ঝুঁকি হতে পারে। ফরেক্স ট্রেডিং এর জন্য, আপনার
ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং মাকেট সেন্টিমেন্ট সম্পকে
জানতে হবে।ফরেক্সে নতুন হিসেবে, নিরাপদে থাকার জন্য প্রথমে
দক্ষতা অর্জন করা শিখতে হবে।
এই বিষয় নিয়ে বিস্তারিত
আমার ব্লগে আলোচনা করব তাই পরবর্তী
টিউন পেতে চোখ রাখুন আমার ব্লগে। আপনার প্রতি শুভ কামনা
রেখে শেষ করছি আজকের টিউন।

No comments
Post a Comment