যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের অনেকেরই প্রথম পছন্দ থাকে গ্রাফিক ডিজাইন কারন গ্রাফিক ডিজাইন শেখাটা মোটামুটি সহজ এবং প্র্যাকটিস করলে মোটামুটি মান এর দক্ষতা অর্জন করা যায়। এখানেই আমরা প্রথম ভুলটি করে থাকি। কারন মার্কেটপ্লেসে বায়াররা শুধুই আমাদের কাজ দেখে টাকা দিবে এবং মোটামুটি মান এর দক্ষতা অর্জন করে মার্কেটপ্লেসে কাজ শুরু করার পর বায়ার তা ধরে ফেলবে। এটাও ঠিক যে আপনি যদি সবগুলো কাজ না করে শুধু একটি কাজ ভালো করতে পারেন তাহলেও মার্কেটপ্লেসে যথেস্ট কাজ আছে।
ফ্রিল্যান্সিং মার্কেটেপ্লেসগুলোতে ভালো মান এর ডিজাইনারদের চাহিদা সবসময় অনেক বেশী থাকে। আপনে জেনে অবাক হবেন যে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে অনেক গ্রাফিক্স ডিজাইনার ২০০ ডলারও নিয়ে থাকেন। আবার ৫ ডলার এর অফার দিয়েও অনেক গ্রাফিক্স কাজ পান না। তাই দক্ষতাটাই মুল বিষয়। সাথে থাকতে হবে ডিজাইন সেন্স এবং বায়ার এর সাথে যোগাযোগ করতে পারার মত ইংরেজীতে দক্ষতা। তবে মনে রাখবেন, Practice makes a man perfect. তাই আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে দক্ষতা অর্জন করতে পারবেন।
এখন প্রশ্ন হল শিখবেন কোথায় থেকে। গ্রাফিক ডিজাইন শেখার জন্য ওয়েব সাইটেই অনেক রিসোর্স আছে। ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে যেখান থেকে শিখতে পারবেন। কিন্তু কাজ শিখলেই হবে না, বায়ার এর সাথে যোগাযোগ করতে পারার মত ইংরেজী জানতে হবে এবং মার্কেটপ্লেসগুলোতে কিভাবে কাজ করতে হয় তা জানতে হবে। সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করার পদ্ধতি একরকম নয়। আজ চলুন আমরা আলোচনা করবো কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস যেখান গ্রাফিক ডিজাইন জানা থাকলে কাজ করে আয় করতে পারবেন,
বাংলাদেশ থেকে অনলাইনে ইনকামের সেরা ১০ উপায়গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস
99designs.comএই মার্কেটপ্লেসটিতে শুধু মাত্র ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহন করা যায় এবং প্রতিযোগিতা শেষে আয় করা যায়। বায়ার তার প্রয়োজনীয় ডিজাইন এর জন্য প্রতিযোগিতা আয়োজন করেন এবং যে ডিজাইনটি তার পছন্দ হবে সেটিকে নির্দিষ্ট সময় শেষে পুরস্কিৃত করেন। সাধারনত ৩০০ ডলার থেকে শুরু করে ১২০০ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়।
এমএস অফিস এপ্লিকেশন জেনে অনলাইনে কিভাবে আয় করবেনআপনিও করতে পারেন লাখ টাকা ইনকাম (অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর ধারনা)
Upwork.comএই
মার্কেটপ্লেসটি অনেক জনপ্রিয় এবং শুধু মাত্র প্রফেশনাল বায়ার এবং সেলারদের
জন্য এটি পরিচিত। এখানে বায়ার তার কাজ এর বর্ণনা দিয়ে পোস্ট করেন এবং
ফ্রিল্যান্সাররা কাজ চেয়ে আবেদন করেন। এই আবেদন করার পদ্ধতিটির নাম হল
বিডিং। শক্তিশালী প্রোফাইল না থাকলে এইখানে কাজ পাওয়াটা একটু কস্টকর। তবে
কাজ যে একেবারে পাওয়া যায়না তা নয় এবং আপনার কাজ এর নমুনা প্রদর্শন করলে
কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
Graphicriver.netএই মার্কেটপ্লেস কাজ করার সবচাইতে বড় মজা হল এখানে আপনি নিজের ডিজাইন জমা রাখতে পারবেন এবং বায়াররা তার পছন্দ অনুযায়ি ডিজাইন এখান থেকে কিনে থাকেন। কেউ আপনার ডিজাইন কিনলে আপনি টাকা পাবেন এবং একই ডিজাইন হাজার বার বিক্রি হতে পারে যদি তা মান সম্পন্ন হয়। অনেক গ্রাফিক্স ডিজাইনার ২-৩ বছর আগের করা ডিজাইন থেকেওআয় করেন।
অনলাইনে লাখ টাকা ইনকামের ১০ টি উপায়-০১অনলাইনে লাখ টাকা ইনকামের ১৪ টি উপায়-০২

No comments
Post a Comment