পরীক্ষার নামঃ- একটি ফ্লাস্ক বা কাচের ফানেলেরএক-চতুর্থাংশ পানিতে পূর্ণ। ফানেলের মুখে আটকানাে একটি কর্ক। কর্কের ভেতরে প্রবেশ করানাে সরু কাঁচের টিউবের একদিক পানিতে ডােবানাে-এই অবস্থায় ফ্লাস্ক গরম করলে, প্রতিক্রিয়া কি হবে?
উপকরণঃ- একটি কাচের ফ্লাস্ক বা ফানেল, ফানেলের মুখ আটকানাের জন্য একটি রাবারের কর্ক, একটি সরু কাচের টিউব।
উপকরণঃ- একটি কাচের ফ্লাস্ক বা ফানেল, ফানেলের মুখ আটকানাের জন্য একটি রাবারের কর্ক, একটি সরু কাচের টিউব।
কার্যপ্রণালীঃ- কাচের ফানেলের এক-চতুর্থাংশ পানিতে
পূর্ণ কর। ফানেলের মুখটি বেশ শক্ত করে রাবারের কর্ক দিয়ে বন্ধ করে দাও। এবার
কর্কের অর্থাৎ স্টপারের মধ্য দিয়ে প্রবেশ করাও একটি কাচের টিউব । লক্ষ্য রাখবে
টিউবের নিচের দিকটা যেন
পানিতে ডােবানাে থাকে। বােতলের রাবারের কর্কের জায়গাটা যাতে ভালােভাবে এয়ারটাইট
থাকে, সেদিকেও
লক্ষ্য রাখবে। এবার তােমার হাত দুটো ঘষে-ঘষে পানির উপরিভাগের ফানেলের গায়ে রাখ। এরপর ফানেলের গায়ে রাখ রােদে গরম করা এক টুকরাে
কাপড়। এখন কি দেখা যাচ্ছে? ফানেলের উভয় ক্ষেত্রেই টিউবের ভেতর
দিয়ে ওপর দিকে উঠছে নিজে থেকেই। আশা করি বুঝতে পেরেছাে কারণটা। তােমার
হাতের উত্তাপ এবং গরম কাপড়ের উত্তাপে বােতলের ভেতরের বাতাস সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণের ফলে পানির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এবং চাপ সৃষ্টির ফলে কিছু পানি টিউব দিয়ে ওপরের দিকে উঠছে।
ফলাফলঃ- এই পরীক্ষার মাধ্যমে এবারও প্রমাণিত হলাে যে তাপ প্রয়ােগের ফলে ফানেলের ভেতরের বাতাস সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণের ফলে পানির ওপর চাপ সৃষ্টি করে পানি ওপরের দিকে উঠে যাচ্ছে।


No comments
Post a Comment