পরীক্ষার নামঃ- তাপ প্রয়ােগে বায়ু যেমন সম্প্রসারিত হয়, ঠাণ্ডায় তেমন সঙ্কুচিত হয়-প্রমাণ কর?
উপকরণ- কাচের ফ্লাস্ক, পানি, বুনসেন বার্নার।
কার্যপ্রণালী- কাচের ফানেলে অল্প পানি নিয়ে গরম কর। কিছুক্ষণ পর পানি ফুটতে শুরু করলে, তখন ফানেলটি বার্নারের শিখা থেকে সরিয়ে নিয়ে তার মুখ একটা রাবারের বেলুন দিয়ে আটকে দাও। কিছুক্ষণ পর লক্ষ্য করবে, বেলুনটি ফানেলের দিকে ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে। এমনটা কেন হচ্ছে? বােতল যখন উত্তপ্ত হচ্ছে, বােতলের ভেতরের বাতাসের সঙ্গে সঙ্গে পানিও তখন উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত বাতাস সম্প্রসারিত হয়ে ফানেলের মুখ দিয়ে বেরিয়ে যায়। একইভাবে পানি গরম হলে, তার কিছু পরিমাণ বাষ্পে পরিণত হয়, যা আরও কিছু বাতাস ফানেল থেকে বের করে দেয়। যেহেতু ফানেলের মুখে আটকানাে আছে বেলুন দিয়ে, সেহেতু বাতাস ও বাম্প সম্পূর্ণ বেরিয়ে আসার পথ পাচ্ছে না।
এরপর যখন ফানেল গরম করা বন্ধ করলে, তখন ভেতরের বাষ্প ঠাণ্ডা হতে লাগলাে ধীরে ধীরে এবং শেষে তা আবার পানিতে পরিণত হলাে। ফানেলের ভেতরের বাতাসও সঙ্কুচিত হতে থাকলাে, যার ফলে বেরিয়ে যাওয়া বাতাস আবার শূন্যস্থান পূরণ করতে চায়। কিন্তু বেলুন তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাজেই এর একমাত্র পথ হলাে বেলুনকে সঙ্গে নিয়েই। বােতলে ফিরে আসা। আর ঠিক সেটাই ঘটছে।
ফলাফল- এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলাে, তাপ প্রয়ােগে বাতাস যেমন সম্প্রসারিত হয়, ঠাণ্ডায় তেমনি সঙ্কুচিত হয়।


No comments
Post a Comment