Responsive Ad Slot

সর্বশেষ

latest

বিজ্ঞানের মজাদার পরীক্ষা- ১৫ (বাস্পীভবনের ওপর প্রচণ্ড বাতাস এবং তাপের প্রতিক্রিয়া)

Tuesday, 19 November 2019

/ by Admin
পরীক্ষার নামঃ- বাস্পীভবনের ওপর প্রচণ্ড বাতাস এবং তাপের প্রতিক্রিয়া কি? 

উপকরণ- এক টুকরাে কাপড়, একটা শ্লেট। 

কার্যপ্রণালী-বাষ্পীভবনের ওপর প্রচণ্ড বাতাসের প্রতিক্রিয়া দেখতে একটা ছােট
পরীক্ষার প্রয়ােজন। 
ভেজা কাপড় দিয়ে শ্লেটের উভয় দিকটা মুছে নাও। এখন শ্লেটের একটা দিকে
জোরে জোরে ফু দাও। অথবা ফ্যানের বাতাসেও রাখা যেতে পারে।
এবার বল, কোন দিকটা আগে শুকাবে? যে দিকটায় বাতাস লাগবে সে দিকটা,
না তার অপর দিকটা? হ্যাঁ, যে দিকটায় বাতাস লাগছে, সে-দিকটাই প্রথমে শুকাবে।
দমকা হাওয়ায় পানির কণাগুলাে উবে যায়। পানির কণা বা মলিকিউলগুলি উবে
গেলে  পরের মলিকিউলের উবে যাওয়ার পথও খুলে যায়। 
অন্যদিকে বাষ্পীভবনের ওপর তাপের প্রভাব পরীক্ষা করার জন্য দরকার সম
আয়তনের দুটি ভােয়ালে। দুটি তােয়ালেই পানিতে ভিজিয়ে দাও, যাতে প্রায় সম
পরিমাণ পানি শােষণ করতে পারে। এরপর একটা শুকোতে দাও রােদে এবং
অপরটা ছায়ায়। পরীক্ষাটা এমন দিনে করবে, যখন জোরে বাতাস বইবে না।
এখন দেখ, কোন্ তােয়ালে প্রথমে শুকায়।
অবশ্যই রােদে রাখা তােয়ালে প্রথমে শুকিয়ে যাবে। ঠাণ্ডা বাতাসের তুলনায় গরম
বাতাসে পানির কণাগুলাে দ্রুত অপসৃত হয়। কারণ গরম বাতাসের মলিকিউলস্, ঠাণ্ডা
বাতাসের চেয়ে দ্রুতগতি সম্পন্ন।

ফলাফল- বাষ্পীভবনের ওপর বাতাসের এবং তাপের দুটোরই প্রভাব রয়েছে।

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD