পরীক্ষার নামঃ- প্রত্যেকেই জানে বাতাস প্রবাহিত হয়। কিন্তু কিভাবে? বাতাসের গতির
কারণ কি?
উপকরণ-কয়েক টুকরাে কাগজ দিয়ে বানাতে হবে একটা চরকি বা ঘুরঘুরি। আর লাগবে
আঠা, আলপিন, চুলাে বা বুনসেন বার্নার।
কার্যপ্রণালী- এই পরীক্ষার জন্য প্রথমে বানাতে হবে একটা বায়ু-চক্র বা চরকি।এটা বানানাে
কঠিন কিছু নয়। দৈর্ঘ্যে ২৫ সেন্টিমিটার ও প্রস্থে ২৫ সেন্টিমিটার অর্থাৎ বর্গাকার এক শিট
কাগজ নিয়ে কোণাকুণি দুটি রেখা টান। দুটি রেখা পরস্পরকে যেখানে ছেদ করছে, সেখানে
১০ সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত অঙ্কিত কর। এবার কাঁচি দিয়ে বৃত্তের বর্হিভাগ পর্যন্ত চার
রেখা বরাবর অংশগুলাে কাটো। এখন প্রতিটি অংশের কোণগুলি বৃত্তের কেন্দ্রস্থলে আঠা দিয়ে
লাগিয়ে দাও। মাঝখানে একটা আলপিন ঢুকিয়ে তার সঙ্গে জুড়ে দাও একটা লম্বা সরু কাঠি।
ব্যস, তৈরি হয়ে গেল ঘুরঘুরি বা চরকি।চুলাে বা বুনসেন বার্নারের প্রায় ৫০ সেন্টিমিটার ওপরে
ধর এই ঘুরঘুরি। ঘুরঘুরি আপনাআপনি ঘুরতে শুরু করবে। কিন্তু উত্তাপের উৎস থেকে সরিয়ে
নিলেই ঘােরা বন্ধ হয়ে যাবে। এটা কেন হয়?
উত্তাপে বায়ু যখন সম্প্রসারিত হয়, তখন এর অনুগুলি (মলিকিউলস) উত্তাপের দরুণ হালকা
হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বায়ুর যে অংশ উত্তাপ থেকে বাইরে আছে, তা ভারী অবস্থায় নিচের
দিকে নামতে থাকে এবং গরম ও হালকা বায়ুকে ওপরের দিকে ঠেলে দেয়। এভাবেই চক্রাকারে
প্রবাহ সঞ্চারিত হয়। এবং বাতাস গতি লাভ করে।
কঠিন কিছু নয়। দৈর্ঘ্যে ২৫ সেন্টিমিটার ও প্রস্থে ২৫ সেন্টিমিটার অর্থাৎ বর্গাকার এক শিট
কাগজ নিয়ে কোণাকুণি দুটি রেখা টান। দুটি রেখা পরস্পরকে যেখানে ছেদ করছে, সেখানে
১০ সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত অঙ্কিত কর। এবার কাঁচি দিয়ে বৃত্তের বর্হিভাগ পর্যন্ত চার
রেখা বরাবর অংশগুলাে কাটো। এখন প্রতিটি অংশের কোণগুলি বৃত্তের কেন্দ্রস্থলে আঠা দিয়ে
লাগিয়ে দাও। মাঝখানে একটা আলপিন ঢুকিয়ে তার সঙ্গে জুড়ে দাও একটা লম্বা সরু কাঠি।
ব্যস, তৈরি হয়ে গেল ঘুরঘুরি বা চরকি।চুলাে বা বুনসেন বার্নারের প্রায় ৫০ সেন্টিমিটার ওপরে
ধর এই ঘুরঘুরি। ঘুরঘুরি আপনাআপনি ঘুরতে শুরু করবে। কিন্তু উত্তাপের উৎস থেকে সরিয়ে
নিলেই ঘােরা বন্ধ হয়ে যাবে। এটা কেন হয়?
উত্তাপে বায়ু যখন সম্প্রসারিত হয়, তখন এর অনুগুলি (মলিকিউলস) উত্তাপের দরুণ হালকা
হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বায়ুর যে অংশ উত্তাপ থেকে বাইরে আছে, তা ভারী অবস্থায় নিচের
দিকে নামতে থাকে এবং গরম ও হালকা বায়ুকে ওপরের দিকে ঠেলে দেয়। এভাবেই চক্রাকারে
প্রবাহ সঞ্চারিত হয়। এবং বাতাস গতি লাভ করে।
ফলাফল- এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলাে, যে বাতাস প্রবাহিত হয় এবং বাতাসের গতি
আছে ।
আছে ।


No comments
Post a Comment