পরীক্ষার নামঃ আরও একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ কর যে, বায়ু উত্তপ্ত হলে তা
সম্প্রসারিত হয়।
সম্প্রসারিত হয়।
উপকরণঃ একটি ফ্লাস্ক বা ঐ জাতীয় কাচের পাত্র (পাওয়া যাবে ল্যাবরেটরির সরঞ্জাম
বিক্রির দোকানে), একটা বেলুন, বুনসেন বার্নার, মােমবাতি, অথবা কুপি।
বিক্রির দোকানে), একটা বেলুন, বুনসেন বার্নার, মােমবাতি, অথবা কুপি।
কার্যপ্রণালীঃ এই পরীক্ষায় ফ্লাস্ক বা কাচের পাত্রের মুখটা একটা বেলুন দিয়ে আটকে দাও।
অর্থাৎ বেলুনের মুখটা যেন পাত্রের মুখে ভালােভাবে আটকে থাকে। এখন ফ্লাস্কটা ধীরে
ধীরে বুনসেন বার্নার বা মােমবাতির আগুন দিয়ে ধীরে ধীরে গরম কর। গরম করলে কী
হবে বােঝায় যাচ্ছে।গরম করলে বেলুনটা ফুলে উঠবে। কিন্তু বেলুনের ভেতর হাওয়া
আসছে কোথা থেকে? উত্তর সহজ- আগের পরীক্ষার মতােই উত্তপ্ত হতেই ফ্লাস্ক বা
কাচের পাত্রের ভেতরের হাওয়া সম্প্রসারিত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইবে।
বাইরে বেরিয়ে মুখের বেলুনে প্রবেশ করবে। ফলে বেলুন ফুলে উঠবে।
ফলাফলঃ এই পরীক্ষার মাধ্যমে আরও ভালােভাবে প্রমাণিত হলাে যে, বাতাসে তাপ
প্রয়ােগ করলে বাতাস সম্প্রসারিত হয়।
প্রয়ােগ করলে বাতাস সম্প্রসারিত হয়।


No comments
Post a Comment