পরীক্ষার নামঃ বায়ুর ওপর উত্তাপ প্রয়ােগের প্রতিক্রিয়া কীভাবে পরীক্ষা করবে?
উপকরণঃ কর্কসহ ফ্লাস্ক বা এই জাতীয় বােতল, একটা সরু টিউব, একটা পানি ভরতি গামলা।
কার্যপ্রণালীঃ কর্কের মুখে ছিদ্র করে তার ভেতর দিয়ে টিউবটা ঢুকিয়ে দাও। টিউবসহ কর্কটা বােতলের মুখে বেশ শক্ত করে এঁটে দাও। গালা বা গ্রিস দিয়ে মুখের জোড়া জায়গাটা এয়ারটাইট করে দাও। যাতে বাতাস ঢুকতে না পারে। একটা জিনিস মনে রাখবে, বােতলের গ্লাস যত পাতলা হবে এই পরীক্ষা তত নিখুঁত হবে।
এখন বােতলের মুখ নিচের দিকে করে এমনভাবে ধর যাতে টিউবের অন্য দিকটা একটা পাত্রে রাখা পানিতে ডুবে থাকে। এবার তােমার বন্ধু বা ঘরের কাউকে বলাে, হাত দুটো জোরে জোরে ঘষে বােতলটা ধরার জন্য। এবার তুমি দেখতে পাবে, টিউবের মুখ থেকে বুদবুদ বেরিয়ে এসে ফেটে যাচ্ছে।
আরেকটা জিনিস করতে পারাে, এক টুকরাে কাপড় রােদে গরম করে বােতলের চারপাশে জড়িয়ে দাও। এবার দেখেছাে কি হচ্ছে? আরাে বুদবুদ টিউবের মুখ থেকে বেরিয়ে পানির ওপরে উঠে আসছে। তাই না?
এর কারণ হলাে, হাত বা কাপড়ের উত্তাপে বােতলের ভেতরের বাতাস উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে বলে তা সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারিত বায়ু বােতলের ভেতরে থাকতে না পেরে টিউবের মধ্য দিয়ে বেরিয়ে আসছে বুদবুদের আকারে।
ফলাফলঃএই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলাে যে, বাতাসে তাপ প্রয়ােগ করলে বাতাস সম্প্রসারিত হয়।


No comments
Post a Comment