পরীক্ষার নামঃ- বাতাসের যে ওজন আছে-তা কিভাবে প্রমাণ করবে?
উপকরণ- দুটি বেলুন, সুতাে এবং এক মিটার লম্বা বাঁশের কঞ্চি, একটা আলপিন।
কার্যপ্রণালী- বাতাসের যে ওজন আছে—এই তত্ত্বটি প্রমাণ তােমার কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু
এই তত্ত্ব প্রমাণ করা কঠিন কিছু নয়, বরং খুব সহজ। কারণ এটা একটা বিশেষ ধরনের
পরীক্ষা। এর মৌলিক ধারণা বা সূত্রটা যদি একবার মাথায় ঢােকে, তাহলেই তােমার কাছে
তা পানির মতাে সহজ হয়ে যাবে। | প্রথমে সুতাে দিয়ে বাঁশের কঞ্চির মাঝখানে বেঁধে, বাঁশটা
শূন্যে ঝুলিয়ে দাও, যাতে বাঁশ সমান্তরাল অবস্থায় থাকে। বেলুন দুটি সমানভাবে ফোলাও
এবং সমান দৈর্ঘ্যের সুতাে দিয়ে বেলুন দুটি বাঁধ।
এই তত্ত্ব প্রমাণ করা কঠিন কিছু নয়, বরং খুব সহজ। কারণ এটা একটা বিশেষ ধরনের
পরীক্ষা। এর মৌলিক ধারণা বা সূত্রটা যদি একবার মাথায় ঢােকে, তাহলেই তােমার কাছে
তা পানির মতাে সহজ হয়ে যাবে। | প্রথমে সুতাে দিয়ে বাঁশের কঞ্চির মাঝখানে বেঁধে, বাঁশটা
শূন্যে ঝুলিয়ে দাও, যাতে বাঁশ সমান্তরাল অবস্থায় থাকে। বেলুন দুটি সমানভাবে ফোলাও
এবং সমান দৈর্ঘ্যের সুতাে দিয়ে বেলুন দুটি বাঁধ।
এরপর একটি বেলুনের সুতাে বাঁশের এক কোণায় বাঁধ এবং অপর বেলুনের সুতােটায় ফাঁস
দিয়ে রাখ যাতে বাঁশের কঞ্চিটাকে সমান্তরাল অবস্থায় রাখার জন্য বেলুনকে আগে-পিছে করা
যায় ।
দিয়ে রাখ যাতে বাঁশের কঞ্চিটাকে সমান্তরাল অবস্থায় রাখার জন্য বেলুনকে আগে-পিছে করা
যায় ।
এখন কঞ্চির সমান্তরাল অবস্থায় বােঝা যাচ্ছে দুটি বেলুনের ওজন সমান। এবার আলপিন
দিয়ে একটা বেলুন ফুটো করে দাও। দেখবে বাঁশটা একদিকে ঝুলে গেছে। এর দ্বারা প্রমাণ হয়,
বাতাসের ওজন আছে। একদিকের বেলুনের বাতাস বেরিয়ে যাওয়ার ফলে কঞ্চিটি একপাশে
হেলে পড়ল। বেলুনের বাতাস ছাড়া অন্য সবকিছু একই আছে। কোনাে পরিবর্তন হয়নি।
কাজেই, বেলুনের বাতাসের ওজনের জন্যই কঞ্চিটি সমান্তরাল অবস্থায় ছিল। বাতাস বেরিয়ে
যাওয়ার ফলে একদিকের বেলুনের ওজন কমে গেল এবং বাতাস ভর্তি বেলুনের দিকের অংশ
ভারি হয়ে গেল। বাঁশের কঞ্চি বাতাসের ভার অনুযায়ী সেদিকে নিচু হয়ে গেল।
দিয়ে একটা বেলুন ফুটো করে দাও। দেখবে বাঁশটা একদিকে ঝুলে গেছে। এর দ্বারা প্রমাণ হয়,
বাতাসের ওজন আছে। একদিকের বেলুনের বাতাস বেরিয়ে যাওয়ার ফলে কঞ্চিটি একপাশে
হেলে পড়ল। বেলুনের বাতাস ছাড়া অন্য সবকিছু একই আছে। কোনাে পরিবর্তন হয়নি।
কাজেই, বেলুনের বাতাসের ওজনের জন্যই কঞ্চিটি সমান্তরাল অবস্থায় ছিল। বাতাস বেরিয়ে
যাওয়ার ফলে একদিকের বেলুনের ওজন কমে গেল এবং বাতাস ভর্তি বেলুনের দিকের অংশ
ভারি হয়ে গেল। বাঁশের কঞ্চি বাতাসের ভার অনুযায়ী সেদিকে নিচু হয়ে গেল।
ফলাফল- এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলাে, যে বাতাস চোখে দেখা যায় না। শুধু অনুভব করা যায়
সেই বাতাসেরও ওজন আছে।
সেই বাতাসেরও ওজন আছে।


No comments
Post a Comment