বিজ্ঞানের মজাদার পরীক্ষা-১৭(কোথা থেকে এত বৃষ্টি আসে)
সূর্যের তাপে নদী, সাগর, হ্রদ ও পুকুরের পানি বাষ্পকারে আবহমণ্ডলে মিশে যায়। বাতাস যখন ওপরের দিকে ওঠে তখন তা ঠাণ্ডা হয়ে যায় এবং বাতাসে সঞ্চিত বাষ্প উধ্বাকাশের শীতল আবহাওয়ার সংস্পর্শে পানির কণায় পরিণত হয়ে মেঘের সঞ্চার করে। পানির বিন্দুগুলি যখন বেশি ভারি হয়, তখন নিজের ভারেই বৃষ্টি হয়ে অঝােরে পৃথিবীতে ঝরে পড়ে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments
Post a Comment