Responsive Ad Slot

সর্বশেষ

latest

Robi 10 min School – Facebook Marketing

Tuesday, 3 December 2024

/ by Admin

 কেমন হতো যদি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থেকেও উপার্জন করতে পারতেন? হ্যাঁ, আমরা এখানে ফেসবুক নিয়েই কথা বলছি। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং-এর জন্য ফেসবুক একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তবে, ফেসবুকে অর্থোপার্জনের জন্য কারও সাহায্য ছাড়াই নিজে থেকে শুরু করাটা একটু ভয়ের কারণ মনে হতে পারে। কখনও কখনও সঠিক পণ্য কিংবা কন্টেন্ট ও অনলাইনে আপনার অবস্থান শক্ত করতে যথেষ্ট নয়। এর জন্য আপনার জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার ব্র্যান্ডকে অনলাইনে প্রমোট করার কৌশল এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দিক যাতে আপনার ব্র্যান্ডকে আপনি অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে পারেন। আর তাই, আপনার অনলাইন ব্র্যান্ড তৈরির এই যাত্রায় আপনাকে সাহায্য করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো “Facebook Marketing” কোর্স। কোর্সটি ডিজাইন করেছেন আয়মান সাদিক, সাদমান সাদিক, সালমান মুক্তাদির এবং অন্তিক মাহমুদের মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। এই কোর্সটি ফেসবুক এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার একটি সম্পূর্ণ গাইডলাইন যেখানে আপনি বিভিন্ন উদাহরণ এবং টিউটরিয়ালের মাধ্যমে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। আমরা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় এবং মজার করে তোলার চেষ্টা করেছি যাতে আপনি ফেসবুকে নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই ফেসবুকের মাধ্যমে উপার্জন শুরু করতে পারেন। আজই এনরোল করুন এবং মাত্র ২৫ ঘণ্টায় হয়ে উঠুন ফেসবুক মার্কেটিং-এ এক্সপার্ট!

কোর্সটি কাদের জন্য?

  • > যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করতে চায়।
  • > যারা ফেসবুকে নিজের ব্যবসা তৈরি এবং প্রচার করতে চায়।
  • > যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ আগ্রহী।
  • > কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এবং যারা ফেসবুকে নিজেদের কাস্টমার তৈরি করতে চায়।

কোর্সটি থেকে কী শিখবো?

  • > একদম গোড়া থেকে শুরু করেও কীভাবে ফেসবুকে একটি পাওয়ারফুল ব্র‍্যান্ড তৈরি করা যায় তার উপায়।
  • > বিভিন্ন প্রাসঙ্গিক এবং প্রমাণিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র‍্যাটেজি যা আপনার অনলাইন উপস্থিতি আরও শক্ত করে তুলবে।
  • > কাস্টমারদের আরও আকর্ষন করার জন্য কীভাবে সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্ল্যান করা যায়।
  • > ফেসবুকে আরও বেশি ফলোয়ার, রিচ এবং এংগেইজমেন্ট বাড়ানোর জন্য কীভাবে আপনার কনটেন্ট প্রমোট করবেন তার প্রমাণিত স্ট্র‍্যাটেজি।
  • > কীভাবে এমন কনটেন্ট তৈরি করা যায় যার জন্য সবাই আপনার ব্যান্ডটি  নিয়ে কথা বলবে।
  • > কীভাবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো যায় এবং তাদেরকে আপনার ব্র্যান্ড এর সাথে যুক্ত করা যায়।
  • > ফেসবুক পোস্ট বুস্ট করার উপায়।
  • > ফেসবুক অ্যাড ম্যানেজার-এর মাধ্যমে অ্যাড তৈরি করা এবং এর স্ট্র‍্যাটেজি।
  •  অনলাইন শিক্ষকতা, পোশাকের ব্র্যান্ড, ক্রিয়েটিভ কাজের প্রচার, স্টাইলিশ ব্র্যান্ডিং-সহ আরও অনেক ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং-এর টিপস ও ট্রিকস।

Robi 10 min School – Facebook Marketing কেন এই কোর্সটি আলাদা?

  • > এই কোর্স-এর সকল উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেয়া যাতে আপনি এমনভাবে ফেসবুক মাকেটিং শিখতে পারেন যা আপনার জন্য প্রাসঙ্গিক।
  • > এই কোর্সের সকল ইন্সট্রাকটরই একেকজন ফেসবুক ইনফ্লুয়েন্সার যারা নিজেদের ফেসবুক মার্কেটিং-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই অনলাইনে নিজেদের অবস্থান শক্ত করেছেন।
  • > কোর্সটিতে থাকছে ২০ টি ভিডিও, কুইজ এবং নোটস যা আপনার শেখার প্রসেসকে আরও সহজ এবং ইন্টার‍্যাক্টিভ করে তুলবে।

কোর্স কন্টেন্ট

Chapter 10: Mobile Videography


No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD