আমরা কি কখনো চিন্তা করেছি,
যদি পৃথিবীর সমস্ত মানুষ একসাথে লাফ দেয় তাহলে কি হবে? বড় ধরনের কোনো ভূমিকম্প হবে? প্রাকৃতিক দুর্যোগ
হবে? নাকি পৃথিবী তার নিজ পক্ষ থেকে ছিটকে যাবে? নাকি তার চেয়ে ভয়ঙ্কর কিছু হবে? আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর সব মানুষ
একসাথে লাফ দিলে ঠিক কি ঘটতে পারে-
এ পৃথিবীতে মোট দেশ 206 টি। আর এই 206
টি দেশের মোট জনসংখ্যা 750 কোটির উপরে। 750
কোটি মানুষের ওজন ত্রিশ হাজার তিনশ কোটিরও আশেপাশে আর পৃথিবীর ভর
হলো 5970 ইয়াটোগ্রাম।
ভারি কোনো গাছ বা বড় পাথর পরে গেলে আমরা হাল্কা কম্পন অনুভব করি। সেই হিসেবে ভাবলে ; আমরা এখন যে যেখানে আছি সবাই একসাথে লাফ দিলে মনে হবে যে ভয়ঙ্কর কিছু একটা হয়ে যেতে পারে।
একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমদের সমগ্র মানবজাতির ভর গোটা পৃথিবীর ভরের কাছে কিছুই নয়।
Dot
physics-এ এটা নিয়ে একটি হিসাব করা আছে। যদি পৃথিবীর সব মানুষকে একটি জায়াগায় থাকে এবং সবাই একসাথে ৩০ সেন্টিমিটার লাফ দেয় তাহলে গতির ও ভরের সূত্র অনুযায়ী সব মানুষ একই
জায়গায় একসাথে লাফালে পৃথিবী কিছুটা দূরে চলবে কিন্তু সেটার পরিমাণ অত্যন্ত কম।
একটি হাইড্রোজেন পরমাণুর 100 ভাগের এক ভাগ।
এখন প্রশ্ন হল-পৃথিবীর এই স্থান পরিবর্তন
কি অনন্তকালের জন্য থেকে যাবে? না। এই পরিবর্তন চিরকালের জন্য স্থায়ী হবে না।
কারণ হলো সব মানুষ একসাথে লাফালে ভূপৃষ্ঠে একত্রে পড়বে এবং এই সময়ে পৃথিবী উপরে
উঠে আসবে এবং পূর্বের অবস্থানে ফিরে আসবে।
BBC একবার ৫০ হাজার লোক নিয়ে এই পরীক্ষাটি করেছিল। দেখা গেছে এর ফলে ১.৫ কিলোমিটার জুড়ে ০.৬ রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল।
এখন কথা হল, পরীক্ষাটি
একটি স্থানে করা হয়েছে। সমগ্র পৃথিবীর কথা ভাবলে ক্ষেত্রফল বিশাল হবে, তাই ভূমিতে ক্রিয়াশীল চাপ কম হবে। তাই বিশাল কোনো রকমের ক্ষতির সম্ভাবনা নেই।

No comments
Post a Comment