পরীক্ষার নামঃ-গােসলের পর গায়ে বাতাস লাগলে আমরা ঠাণ্ডা বােধ করি কেন?
কার্যপ্রণালী- এক টুকরাে তুলাে পানিতে ভিজিয়ে হাতের তালুর উল্টোদিকে ধীরে ধীরে ঘষা হয় তাহলে স্থানটা ভিজে যাবে এবং কয়েক সেকেন্ড বাদেই ওই স্থানটায় ঠাণ্ডা অনুভূত হবে। কেন? কারণ আগেই আমরা বাপীভবনের কথা জেনেছি। তরল পদার্থ তার সংস্পর্শে আসা যে কোনাে বস্তু থেকে তাপ সংগ্রহ করে। কাজেই, হাতের ভেজা অংশের বাস্পীভবন দেহের ওই অংশের তাপে হচ্ছে। ফলে ওই অংশের তাপ কমে যাচ্ছে এবং ঠাণ্ডা অনুভূত হচ্ছে। | এখন পানির বদলে স্পিরিটে ভেজানাে সামান্য তুলাে হাতে লেপন করলে পার্থক্যটা বােঝা যাবে। পার্থক্যটা হলাে, তুমি ওই স্থানে আরাে বেশি ঠাণ্ডা অনুভব করবে। কারণ পানির চেয়ে স্পিরিটের বাষ্পীভবন বেশি তাড়াতাড়ি হয়," যার জন্য তাপও তাড়াতাড়ি দরকার হয়। ফলে ওই স্থানে আগের তুলনায় বেশি ঠাণ্ডা অনুভূত হয়।
এখন নিশ্চয় বােঝা যাচ্ছে, গােসলের পর আমরা ঠাণ্ডা অনুভব করি কেন। ভেজা দেহে স্বাভাবিক নিয়মে বাস্পীভবন হয় । কিন্তু বাতাসের সংস্পর্শে এলে বাষ্পীভবনের গতি দ্রুততর হয়, যার ফলে দেহের উপরিভাগের তাপমাত্রা হ্রাস পায় এবং আমারা ঠাণ্ডা অনুভব করি।
ফলাফল- বাষ্পীভবনের কারণেই গােসলের পর আমরা ঠাণ্ডা অনুভব করি।
No comments
Post a Comment