পরীক্ষার নামঃ- বাতাস যে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে তা কিভাবে প্রমাণ
করা যায়?
উপকরণঃ- দুটি খালি বোতল,কুপি বা কাগ ও একটি পানিভর্তি পাত্র।
কার্যপ্রণালীঃ- একটি বোতলের মুখে কুপি রেখে,পানি ঢাল,বোতলের ভেতর পানি ঢুকবে কিন্তু বোতলটিপানিতে পূর্ণ হবে খুব ধীরে ধীরে। এবার কুপিটা সামান্য বাঁকা করে তুলে ধরো,দেখবে পানি পড়ার গতি হঠাৎ বেড়ে গেছে। বলতে পারো, কেন এটা হচ্ছে?
বলা মোটেই কঠিন নয়। কুপির
ভেতর দিয়ে যখন তুমি বোতলে পানি ভর্তি করছে,তখন বোতলের ভেতরে আটকা
পড়া বাতাস ভেদ করে সেই পানি পড়ছে, কারণ বাতাস তার বের হবার
সহজ পথ পাচ্ছে না। বোতলের
মুখে রাখা কুপিতে বোতলের মুখটা সম্পূর্ণ ঢাকা থাকলেও এয়ারটাইট নয়।ভেতরের বাতাস সামান্য পথ পেয়ে বের হবার চেষ্টা করছে। কাজেই ভেতরের বাতাস যে গতিতে বের হতে পারছে,কুপির মুখ দিয়ে পানি সেই গতিতেই বোতলে প্রবেশ করছে। একই নিয়মে,কুপিটা অল্প বাঁকা করে তুলে ধরাতে বাতাস বাইরে আসতে পারছে অতি সহজে এবং পানিও
ভেতরে ঢুকতে পারছে অনেক বেশি গতিতে।
ফলাফলঃ-অতএব আমরা যে বাতাস দেখি,কিন্তু অনুভব করি,সেই বাতাস সব সময় অদৃশ্য শক্তি হিসেবে আমাদের কাজে সাহায্য করে। এছাড়াও বাতাস শক্তি ব্যবহার করে আরও অনেক
কাজ করা যায়। এমনকি
বাতাস শক্তি ব্যবহার করে বিদ্যুও উৎপন্ন করা যায় ।


No comments
Post a Comment