পরীক্ষার নাম -খালি বোতল যে খালি নয় তা কীভাবে প্রমাণ করা যাবে?
উপকরণ
: একটি শূন্য কাচের বোতল,একটি পানি ভর্তি পাত্র।
কার্যপ্রণালী
: খালি কাচের বোতলের মুখের ছিপিটি খুলে রাখ। বোতলের মুখটা নিচের দিকে উপুড় করে
পানি ভর্তি পাত্রে ডুবিয়ে দাও। ভালোভাবে প্রতিক্রিয়া লক্ষ কর। বোতলের ভেতরে
কিছুটা পানি ঢুকবে। বোতল পানির আরো গভীরে ঢুবিয়ে দাও,কিন্তু বোতলের ভেতর আর পানি ঢুকছে না। প্রথম যে পানিটুকু ঢুকেছিল সেটুকুই
আছে। অথচ বোতলের বাইরে পানি ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। এর কারণ কি? এই পরীক্ষায় একটা বিষয় স্পষ্ট যে,বোতলের ভেতরে
এমন কিছু একটা আছে, যা পানিকে বোতলের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। সেই অদৃশ্য বস্তুটা
কি?সেই অদৃশ্য বস্তুটা হলো বাতাস। এরপর বোতলটা একদিকে সামান্য
একটু কাত কর। কি দেখতে পাচ্ছো? দেখা যাবে বোতলের মুখ থেকে
বুদবুদ বেরোচ্ছে। আর তা পানির ওপরে এসে ফেটে যাচ্ছে। এই বুদবুদ বাতাস ছাড়া আর
কিছুই নয়। বোতলের ভেতরে আটকা পড়া বাতাস,বোতল কাত করায়
বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে এবং বাতাস বেরিয়ে যাওয়ার ফলে যে শূন্যতার সৃষ্টি
হচ্ছে,পানি তা পূরণ করছে।
ফলাফল
: অতএব আপাত দৃষ্টিতে একটা খালি বোতল যে খালি নয়,তার ভেতর যে বাতাস
আছে উপরের পরীক্ষার মাধ্যমে তা প্রমাণিত হলো।


No comments
Post a Comment