Responsive Ad Slot

সর্বশেষ

latest

Study Smart by Robi 10 MS

Tuesday, 3 December 2024

/ by Admin

 

কোর্সটি করে যা শিখবেন

-> কীভাবে দ্রুত পড়া শেষ করা যায়
-> কীভাবে দীর্ঘদিন পড়া মনে রাখা যায়
-> নিয়মমাফিক পড়াশোনা করার কৌশল
-> সায়েন্টিফিকভাবে প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল।
-> পড়ালেখায় ঘাটতি তৈরি হলে সেই ঘাটতি থেকে বেরিয়ে আসার উপায়

 

কোর্সটি সম্পর্কে

“অমুক প্রতিদিন আট ঘন্টা পড়াশোনা করে, আমিও তো আট ঘন্টা পড়ি। তাও সে কেন পরীক্ষায় ফার্স্ট হয়, আর আমি হতে পারি না?” সারাক্ষণ নাক-মুখ বইয়ের মধ্যে গুঁজে রাখলেই কি পরীক্ষায় ভালো ফলাফল করা যায়? আবার কেউ কেউ পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়েও পরীক্ষার হলে যেয়ে পড়া মনে করতে পারেন না। কখনো কি ভেবে দেখেছেন যে কীভাবে নিয়মমাফিক পড়াশোনা করা যায়? তাছাড়া লকডাউনে আমরা অনেকেই পড়াশোনায় অনেক পিছিয়ে গিয়েছি। এখন কীভাবে এই ক্ষতি পূরণ করা সম্ভব?

আমরা মনে করি কেবল বেশি বেশি পড়াশোনা করলেই আমরা ভালো করবো৷ কিন্তু “স্টাডি হার্ড” এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো “স্টাডি স্মার্ট”। আর এই স্মার্ট স্টাডির নিয়ম ও পড়াশোনার রুটিন দিয়ে সাহায্য করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এই ”Study Smart” কোর্সটি। এই কোর্সটির মধ্যে থাকছে পড়াশোনার নিয়ম, রুটিন করে কীভাবে পড়তে হয়, পড়াশোনা মনে রাখার নিয়মের উপর ফোকাস করা হবে। বাংলা ভাষায় প্রথমবারের মতো পড়াশোনার সঠিক নিয়মের সব খুঁটিনাটি একদম সহজ উপায়ে আপনাকে শেখানোর জন্য “Study Smart” কোর্সটি নিয়ে আপনাদের সাথে আছেন হার্ভার্ড ইউনিভার্সিটির সিয়াম শাহেদ নূর৷

এই কোর্সে যা যা থাকছে:

  • -> কীভাবে দ্রুত পড়া শেষ করা যায়।
  • -> কীভাবে দীর্ঘদিন পড়া মনে রাখা যায়।
  • -> নিয়মমাফিক পড়াশোনা করার কৌশল।
  • -> কীভাবে অল্প পরিশ্রমেই অনেক পড়া মনে রাখা যায়।
  • -> পড়ালেখায় ঘাটতি তৈরি হলে সেই ঘাটতি থেকে বেরিয়ে আসার উপায়।
  • -> সায়েন্টিফিকভাবে প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল।

এই কোর্সটি আপনাকে কিভাবে সাহায্য করবে:

  • -> শিক্ষার্থীরা কোর্সটির কৌশল ও পদ্ধতি ব্যবহার করে আরও দক্ষ হয়ে উঠবে।
  • -> শিক্ষার্থীরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদী পড়াশোনা মনে রাখার সক্ষমতা অর্জন করবে।
  • -> শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে পারবে।
  • -> শিক্ষার্থীরা তাদের উপযুক্ত একটি স্টাডি প্ল্যান প্রস্তুত করতে পারবে।
  • -> কোর্সটি আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD