এই কোর্সটি থেকে যা শিখবেন
মুখস্থ করা ছাড়াই অসংখ্য ইংরেজী শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন
বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজীতে কথা বলতে পারবেন
ফ্ল্যাশকার্ডের মাধ্যমে কঠিন ইংরেজী শব্দগুলোও মনে রাখতে পারবেন খুব সহজেই
কোর্সটি সম্পর্কে
আপনার কি ইংরেজিতে কথোপকথনে সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন না যে কখন কোন শব্দ ব্যবহার করতে হবে? আপনি কি আপনার ভোকাবুলারি স্কিল সম্পর্কে চিন্তিত? তাহলে আজই ‘সবার জন্য ভোকাবুলারি’ কোর্সটি এনরোল করুন আর হয়ে যান ইংরেজি ভোকাবুলারির মাস্টার!
এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেকোনো বয়সের মানুষ এখান থেকে নিজের ভোকাবুলারির ভিত শক্ত করতে পারেন। যেহেতু আমরা স্থানীয় ইংরেজিভাষী না, তাই আমাদের ভোকাবুলারি দুর্বল হলে আমরা বেশিরভাগ সময় কথোপকথন, বক্তৃতা বা উপস্থাপনার সময় শব্দ খুঁজে পেতে অস্বস্তিবোধ করি। সুতরাং, ভোকাবুলারি উন্নত করতে মুনজেরিন শহীদের সাথে আজই আপনার যাত্রা শুরু করুন এবং ইংরেজিতে সাবলীল হয়ে উঠুন। নতুন শব্দ শিখুন, আপনার শব্দভান্ডার সমৃদ্ধ করুন এবং অল্প সময়ের মধ্যেই শব্দগুলো প্রয়োগ করুন। learn
এই কোর্সে যা যা থাকছে:
- কীভাবে ভোকাবুলারি স্কিল তৈরি করতে হয়।
- নতুন শেখা শব্দ কীভাবে প্রয়োগ করতে হয়।
- কীভাবে ইংরেজিতে কথা বলায় দক্ষ হতে হয়।
- বাক্যগঠনে কীভাবে সঠিক শব্দ ব্যবহার করতে হয়।
এই কোর্সটি আপনাকে কীভাবে সাহায্য করবে?
- অল্প সময়ের মধ্যে নতুন শব্দ শিখতে পারবেন।
- আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ইংরেজি ভোকাবুলারির ভয় কেটে যাবে।
- অন্যরা ব্যবহার করেন এমন ইংরেজি শব্দ আরো বেশি বুঝতে পারবেন।
- ভোকাবুলারি স্কিল বৃদ্ধির পাশাপাশি আপনার সৃজনশীলতাও বৃদ্ধি পাবে।
- আপনার শোনার দক্ষতাও উন্নত হবে।

No comments
Post a Comment