মডার্ন জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ সব টপিক এবং OOP, ES5, ES6, DOM, AJAX, JSON ইত্যাদি নিয়ে এই কোর্সে ধারণা দেয়া হবে। কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন আপনাদের প্রিয় সীমান্ত পাল।
এর কোর্সের মাধ্যমে রিয়েক্ট, এঙ্গুলার, নোড কিংবা ভ্যু এর মতো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী ও ফ্রেমওয়ার্ক শেখার আগে জাভাস্ক্রিপ্টের বেসিক পাকাপোক্ত হবে।
কোর্সে কী কী শিখবেন?
এই কোর্সে শিখবেন-
- -> জাভাস্ক্রিপ্ট এর ফান্ডামেন্টাল সব টপিক
- -> অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP)
- -> ডকুমেন্ট অবজেক্ট মডেল (DOM)
- -> রেগুলার এক্সপ্রেশন
- -> এরর হ্যান্ডেলিং (Error handling)
- -> এসিংক্রোনাস প্রোগ্রামিং (Asynchronous Programming)
- -> জাভাস্ক্রিপ্ট প্রমিস (JavaScript Promises)
- -> AJAX, Fetch API
- -> ECMAScript6 (ES6)

No comments
Post a Comment