কিছু কিছু ডিজাইন সেক্টর রয়েছে যেগুলো অর্থ উপার্জনের পাশাপাশি মনকে করে প্রফুল্ল, তার মধ্যে একটি হলো ফ্লাট ইলাস্ট্রেশন। আর এই কোর্সটি সাজানো হয়েছে তাদের জন্য যারা ইলাস্ট্রেশন পছন্দ করেন । আমরা যদি ওয়েব বা ডিজিটাল দুনিয়ার দিকে লক্ষ্য করি দেখতে পাবো সব খানেই এই ফ্লাট ইলাস্ট্রেশন এর উপস্থিতি বিদ্যমান। সুতরাং সহজেই বুঝা যায় যে এই সেক্টরে ভালো কাজ জানা থাকলে আপনার কাজের অভাব হবে না।
কোর্সটি সম্পূর্ণ সহজ ভাষায় বেসিক থেকে তৈরী যেটি সফল ভাবে শেষ করে প্রাকটিস করলে, এডভান্স লেভেলের কাজ করতে আপনি সক্ষম হবেন। ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন সেক্টরে এর চাহিদা ও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাইক্রোসটক সাইট গুলোতেও রিসোর্স হিসেবে ডাউনলোড পেতে পারেন যেখান থেকে পেসিভ আর্নিং জেনারেট করতে পারবেন।

No comments
Post a Comment