Responsive Ad Slot

সর্বশেষ

latest

Graphic Designing with PowerPoint

Sunday, 8 December 2024

/ by Admin

 


Graphic Designing with PowerPoint

Learn the skills of graphic design in Microsoft Powerpoint with this course!

কোর্স সম্পর্কে

যখনই আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভাবতে শুরু করি, আমাদের মনে প্রথমেই যে দু’টি সফটওয়্যার- এর নাম আসে তা হল ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আর সত্যি বলতে এগুলো বেশ কঠিন সফটওয়্যার! কেমন হবে যদি এখন আমরা আপনাকে বলি যে আপনি আরও অনেক সহজ একটি সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট- এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল সাধারণ গ্রাফিক্স ডিজাইন এর কাজ নিমিষেই করে ফেলতে পারবেন? যদি এটি আপনার মনে একটুও আগ্রহ তৈরি করে থাকে তবে এই কোর্সটি আপনার জন্যই!

আপনার বিজনেসের জন্য ফ্লাইয়ার ডিজাইন করা, আপনার স্টার্ট-আপ এর জন্য নতুন লোগো ডিজাইন করা কিংবা আপনার প্রোডাক্ট- এর জন্য আইকন ডিজাইন করার ক্ষেত্রেও পাওয়ারপয়েন্ট আপনাকে একদম সহজ একটি পথ দেখিয়ে দিবে। যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চান অথবা যারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেই ডিজাইন করতে ভয় পান তাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে “Graphic Designing with PowerPoint” কোর্সটি।

এই কোর্সটিতে আপনি সব গুরুত্বপূর্ণ টেকনিক, ডিজাইন এর ফিচার এবং উপকরণ, পাওয়ারপয়েন্ট লে-আউট- এর বাস্তব প্রয়োগ, ইনফোগ্রাফিক্স সহ আরও অনেক কিছু শিখতে পারবেন একদম বেসিক থেকে। ১৫টি ভিডিও লেকচার, ১৫টি কুইজ এবং বাসায় প্র‍্যাকটিস করার জন্য ২০টিরও বেশি প্রমিয়াম পাওয়ারপয়েন্ট টেমপ্লেট- এর সাথে এই কোর্সটি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন। কোর্সটির ইন্সট্রাক্টর আনিসা সাইয়ারা তানজুর একজন অসাধারণ ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনিং ট্রেইনার যিনি আপনাকে পাওয়ারপয়েন্ট- এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন এ দক্ষ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সবকিছুই শেখাবেন।

তাই আপনি যদি কোনো ভয় ছাড়াই আপনার প্রয়োজনীয় সবকিছু নিজেই ডিজাইন করা শুরু করতে চান তাহলে আজই এনরোল করুন কোর্সে!

কোর্সটি কাদের জন্য?

যারা ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং শুরু করার কথা ভাবছেন।

প্রফেশনালস যারা নিজের ডিজাইনের মাধ্যমে কোনো ব্র‍্যান্ড অথবা প্রোডাক্ট আরও ভালোভাবে প্রমোট করতে চান।

যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর- এ ডিজাইন করতে ভয় পান।

কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?

ডিজিটাল মার্কেটিং- এর জন্য কীভাবে আকর্ষণীয় কনটেন্ট বানাতে হয়।

কীভাবে অসাধারণ প্রেজেন্টেশন স্লাইড বানানো যায়।

কীভাবে লোগো, ফ্লাইয়ার অথবা বিজনেস কার্ড ডিজাইন করা যায়।

পাওয়ারপয়েন্ট লে-আউট -এর প্র‍্যাক্টিক্যাল ব্যবহার, ইনফোগ্রাফিক্স, গুছানো কনটেন্ট এবং ডিজাইন।

এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?

কোর্সটি একদম বিগিনারদের জন্য ডিজাইন করা এবং এটি পাওয়ারপয়েন্ট ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন শেখার একটি পরিপূর্ণ গাইডলাইন।

সহজেই বোঝার জন্য কোর্সটির সব ম্যাটেরিয়ালস বাংলায় তৈরি করা হয়েছে।

কোর্সটির শেষে আপনি একটি পিডিএফ পেয়ে যাবেন যাতে পাওয়ারপয়েন্ট- এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন নিয়ে ৫০টি চ্যাপ্টার রয়েছে যা আপনাকে এই বিষয়ে আরও ভালো ধারণা দিবে।

এই কোর্সের মাধ্যমে আপনি ২০টিরও বেশি প্রিমিয়াম পাওয়ারপয়েন্ট টেমপ্লেট পেয়ে যাবেন যা আপনার গ্রাফিক্স ডিজাইনিং এর যাত্রা করে তুলবে সহজ।

                                                            Password: getpaidcoursefree.com

Download Now

Download Now

Download Now

Download Now

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD