কোর্সটি করে যা শিখবেন
- > জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা – ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার দক্ষতা।
- > চাকরিতে আবেদনের জন্য ইংরেজিতে কভার লেটার/ Resume লেখা এবং অফিসের বিভিন্ন প্রয়োজনে ইংরেজিতে ইমেইল বা রিপোর্ট লেখা।
- > অফিসে যোগাযোগ, মিটিং-এ সঠিক শব্দ ও উচ্চারণে ইংরেজিতে কথা বলার সহজ উপায়।
এই কোর্সটি যাদের জন্য
- > ইংরেজিতে কথা বলার দক্ষতার অভাবে যাদের নতুন চাকরি পেতে সমস্যা হচ্ছে।
- > যারা সদ্য চাকরিতে ঢুকেছেন, কিন্তু একাডেমিক ইংরেজি জ্ঞান অফিসে কাজে লাগাতে পারছেন না।
- > ইমেইল লেখা কিংবা মিটিং ও প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলা যাদের কাছে ভীতিকর।
- > যারা ভালোভাবে কাজ করার পরেও ইংরেজিতে দক্ষতা ও আত্মবিশ্বাসের অভাবে কাজ ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন না।
কোর্স সম্পর্কে
পড়াশোনা কিংবা চাকরির পরীক্ষার জন্য আমরা খুব গুরুত্বের সাথে ইংরেজি শিখি। একইভাবে ক্যারিয়ারের ক্ষেত্রেও সঠিক উচ্চারণে ইংরেজি বলা বা কার্যকরভাবে ইংরেজি লিখতে পারা অত্যন্ত জরুরি। চাকরির ইন্টারভিউতে একজন প্রার্থীর ইংরেজিতে যোগাযোগের দক্ষতার উপর তার চাকরি পাওয়া অনেকাংশে নির্ভর করে। আবার নতুন চাকরিতে ঢোকার পর প্রথম দিকেই ইংরেজিতে যোগাযোগের দক্ষতা দিয়ে একজন প্রফেশনালকে যাচাই করা হয়। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে প্রফেশনাল ক্যারিয়ারে আপনার ইংরেজি দক্ষতা বাড়াতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘চাকরিজীবীদের জন্য English’ কোর্সটি।
এই কোর্সে আপনি শিখতে পারবেন কীভাবে কর্মক্ষেত্রে মিটিং, প্রেজেন্টেশন বা প্রতিদিনের যোগাযোগে ইংরেজি ব্যবহার করতে হয়। কর্মক্ষেত্রের বিভিন্ন পরিস্থিতি কোর্সটিতে তুলে ধরা হয়েছে, যেন আপনি প্রতিটি পরিস্থিতিতে সঠিক এবং কার্যকর ইংরেজি ব্যবহার শিখতে পারেন সহজেই। এসব পরিস্থিতিতে কোন ধরনের ভাষার ব্যবহার গ্রহণযোগ্য এবং কোন কথাগুলো পরিহার করা উচিত, সেটাও কোর্সে শেখানো হয়েছে। তাই আপনি যদি কর্মক্ষেত্রে ইংরেজি যোগাযোগে দক্ষ হয়ে উঠতে চান, আজই কোর্সে এনরোল করে শিখুন বিভিন্ন পরিস্থিতিতে সঠিক ইংরেজি ব্যবহারের উপায়।
কোর্সটিতে আপনি পাবেন
- > অফিসের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি বলা বা লেখার ব্যবহারিক পদ্ধতি।
- > নতুন চাকরিতে ঢুকতে কিংবা বর্তমান চাকরিতে উন্নতি করতে যেসব ভাষাগত বাধা থাকে তা দূর করার কৌশল।
- > বিভিন্ন লিখিত যোগাযোগের টেমপ্লেট, যেমন: CV Template, Resume Template, Report Template, Email Template, ইত্যাদি।
সবসময় Updated কোর্সের জন্য সবাইকে এই কোর্স টি ১০ মিনিট স্কুল থেকে কেনার জন্য অনুরোধ করা হল।
No comments
Post a Comment