সম্প্রসারণশীল মহাবিশ্ব-০৬
চিত্র : সম্প্রসারণশীল বেলুন মহাবিশ্ব (মহাবিশ্বের প্রসারণের ফলে সবগুলাে গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে।
প্রথম সমাধানে (যা ফ্রিডম্যান নিজে বের করেন) মহাবিশ্ব যথেষ্ট ধীরে প্রসারিত হচ্ছে, যার ফলে বিভিন্ন গ্যালাক্সির মহাকর্ষীয় টানের প্রভাবে প্রসারণের গতি একসময় কমে যাবে এবং শেষ পর্যন্ত থেমে যাবে। এরপর গ্যালাক্সিরা একে অপরের দিকে এগিয়ে আসবে, সঙ্কুচিত হতে শুরু করবে মহাবিশ্ব। দ্বিতীয় সমাধানে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হচ্ছে যে মহাকর্ষীয় টান কখনােই একে থামাতে পারবে না, গতি একটু কমবে যদিও ।
ফ্রিডম্যানের কোন মডেলটি সঠিক? একসময় কি মহাবিশ্বের প্রসারণ বন্ধ হবে, নাকি চিরকাল এর প্রসারণ চলতেই থাকবে?
Subscribe to:
Post Comments (Atom)

No comments
Post a Comment